ছিনতাইকারীর আঘাতে প্রাণ হারালেন সিএনজি চালক

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩৩ এএম

নিহত সিএনজি চালক মো. জসিম মিয়া। ছবি : ভোরের কাগজ
কুমিল্লা মেঘনা উপজেলায় ছিনতাইকারীর আঘাতে প্রাণ হারালেন সিএনজি চালক মো. জসিম মিয়া (৩৮)। শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচর নোয়াগাঁও গ্রামের মধ্য পাড়ার বাসিন্দা মো. খলিল মিয়ার বড় ছেলে।
জসিম মিয়া দীর্ঘদিন ধরে ঢাকা শহরে সিএনজি অটোরিকশা চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জসিম মিয়া জীবিকার তাগিদে প্রতিদিনই কঠিন বাস্তবতার মুখোমুখি হতেন। তবে সাম্প্রতিক এক ঘটনার পর সেই বাস্তবতা তার জীবনের করুণ সমাপ্তি ডেকে আনলো।
জানা গেছে, কয়েক দিন আগে গভীর রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকার একটি সড়কে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তার সিএনজি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। বাধা দেয়ার একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে কয়েক দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জসিম মিয়ার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি একজন সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তার অকস্মাৎ মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থায় পড়েছে। এলাকাবাসীও জসিম মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জসিম মিয়ার জানাজা শনিবার বিকেল ৪টায় তার নিজ গ্রামের মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আরো পড়ুন : ঝালকাঠিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু