নোয়াখালীতে বিএনপির গণজমায়েত ও র্যালি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

ছবি: ভোরের কাগজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর বিএনপি নেতা এডভোকেট এবিএম জাকারিয়ার নেতৃত্বে গণজমায়েত ও র্যালি করেছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার (৯ নভেম্বর) বিকেলে সুবর্ণচর উপজেলার খাসেরহাট পল্টন মোড়ে উপজেলা বিএনপির ব্যানারে গণজমায়েত অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বণার্ঢ্য র্যালি বের করে নেতাকর্মীরা।
গণজমায়েত ও র্যালিতে প্রধান অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েতউল্যা বাবুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সারোয়ার উদ্দিন দিদার প্রমুখ।
আরো পড়ুন: তামাবিল স্থলবন্দরে ভারতীয় ট্যাংকারে আগুন
গণজমায়েতে এডভোকেট এবিএম জাকারিয়া বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজকে এই গণজমায়েত ও র্যালি করছি। আজকের গণজমায়েত ও র্যালিতে যোগ দিতে আসার সময় আমাদের অনেক নেতাকর্মীকে বাঁধা দেয়া হয়েছে, মারধর করা হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি বলেন, আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা সবাই বিএনপির কর্মী। সেটা মাথায় রেখে একত্রে কাজ করতে হবে। কারণ, স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও এদেশেই আছে। যে কারণে সবার সজাগ দৃষ্টি রেখে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। স্বৈরাচারের দোসরদের প্রকাশ্যে আসার সুযোগ দেয়া যাবে না।
জাকারিয়া বলেন, আগামী নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিবে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।