ইউপিডিএফ কর্মী হত্যা
খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ

মোহাম্মদ রাশেদুজ্জামান অলি ,পানছড়ি, খাগড়াছড়ি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩৫ পিএম

পানছড়ি সড়কে টায়ার জ্বালিয়ে ও বালির বস্তা দিয়ে ৩ ইউপিডিএফ কর্মী হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা অবরোধ পালন করে সংগঠনটি। ছবি: ভোরের কাগজ
খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৩ কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) পানছড়ির লতিবানে প্রতিপক্ষের দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩ ইউপিডিএফ কর্মীর মরদেহ খাগড়াছড়ি হাসপাতালে ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পরিবারগুলোর পক্ষে ভাইবোনছড়া ইউপি সদস্য জয়রাম চাকমা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মন্যা চাকমা সিজনের (৫০) স্ত্রী টুপি চাকমা বাদী হয়ে অজ্ঞাত ২০/২৫ জন পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে পানছড়ি থানায় একটি হত্যা মামলা করেছেন।
আরো পড়ুন: ওয়াসার এমডি ফজলুল্লাহর নিয়োগ বাতিল
এ দিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ইউপিডিএফের ডাকে খাগড়ছড়ি জেলায় শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা অতিরিক্ত পুলিশ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, বুধবার জেলার পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় ইউপিডিএফ প্রসিত দলের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইউপিডিএফ এ ঘটনার জন্য তাদের প্রতিপক্ষ এবং সংঘাত ও বৈষম্যবিরোধীদের মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেছে।