×

চট্টগ্রাম

লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন দুবাইপ্রবাসী ফটিকছড়ির মনসুর

Icon

ফটিকছড়ির (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম

লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন দুবাইপ্রবাসী ফটিকছড়ির মনসুর

আবুল মনসুর আবদুস সবুর

   

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে লটারিতে দুই কোটি দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬৫ কোটি টাকার বেশি। বৃহস্পতিবার  (৩ অক্টোবর) ‘বিগ টিকিট’ নামের ওই লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

লটারিতে পুরস্কারজয়ী ওই বাংলাদেশির নাম আবুল মনসুর আবদুস সবুর (৫০)। ২০০৭ সাল থেকে বিগ টিকিট লটারিতে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি কয়েক বন্ধুকে নিয়ে পাঁচটি টিকিট কেনেন। সেগুলোরই একটি এবার পুরস্কার পেয়েছে। বিজয়ী আবুল মনসুরের বাড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামে।

লটারির অর্থ নিয়ে পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে আবুল মনসুর বলেন, এই অর্থ তার পরিবারকে সাহায্য করবে। নতুন একটি ব্যবসা শুরুর স্বপ্নও বাস্তবায়ন করবেন। পুরস্কার জেতার পর লটারির টিকিট ক্রেতাদের উদ্দেশে কিছু বলতে বললে তিনি বলেন, আমি এতটাই আনন্দিত যে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। টানা কয়েক বছর ধরে টিকিট কেনার পর  হাল ছাড়িনি। অবশেষে ভাগ্য ধরা দিয়েছে। এর দ্বারা প্রমাণিত হল কোন কিছুর হাল ছেড়ে দেয়া ঠিক নয়।

আরো পড়ুন: নিরাপত্তাহীনতায় লেবাননে প্রবাসী বাংলাদেশিরা

জানা যায়, ২০০৭ সালের দিকে অভাবের সংসারে জীবিকার তাগিদে দুবাই পাড়ি জমান মনসুর। এরপর থেকে কয়েক দফা দেশে আসেন তিনি। মনসুরের মা-বাবা বেঁচে নেই। সংসারে এক স্ত্রী, এক মেয়ে এবং দুই ছেলে রয়েছে তার। 

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম বলেন, দুবাইতে মনসুরের লটারি বিজয় আমাদের জন্য গর্বের বিষয়। এটার মাধ্যমে মনসুরের ভবিষ্যৎ আরো উজ্বল হবে।

সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বলেন, ‘তার এই অর্জনে আমরা সবাই খুশী। সব কিছু আল্লাহর রহমত। সৃষ্টিকর্তা চাইলে কি না হয়।

উল্লেখ্য, বিগ টিকিটে অংশগ্রহণকারীরা পুরো মাস টিকিট কিনতে পারেন এবং প্রতি মাসের ৩ তারিখ ড্র অনুষ্ঠিত হয়। এতে ২ কোটি দিরহামের শীর্ষ পুরস্কার ছাড়াও বিলাস বহুল গাড়ি জেতারও সুযোগ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App