সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৪:০২ পিএম

ছবি : ভোরের কাগজ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে সাতকানিয়া প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সাতকানিয়ার কেরানীহাটে সাতকানিয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক প্রথম আলো প্রতিনিধি মামুন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ক্লাবের সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন সিনিয়র সদস্য আলোচনায় অংশ নেন।
কমিটিতে দৈনিক আমার দেশ ও এনটিভি প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহবায়ক, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মনজুর আলমকে যুগ্ম আহবায়ক ও জিটিভি প্রতিনিধি হারুন অর রশিদকে সদস্য সচিব করা হয়েছে।
উপরোক্ত কমিটি অতি দ্রুততম সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়ন ছাড়াও উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিদের নিয়ে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
আরো পড়ুন : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রােহিঙ্গাদের জন্মসনদ দেয়ার অভিযাগ