×

চট্টগ্রাম

হাটহাজারীতে বন্যায় ক্ষতি ১৪৭ কোটি!

Icon

বাবলু দাশ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম

হাটহাজারীতে বন্যায় ক্ষতি ১৪৭ কোটি!

ছবি: ভোরের কাগজ

   

হাটহাজারীতে সপ্তাহব্যাপী বন্যার পর বেরিয়ে আসছে বন্যায় ক্ষয়ক্ষতির আসল চেহারা। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের হিসাব মতে টানা বন্যায় ১৪৭ কোটি টাকার বেশী ক্ষতি হয়েছে। বাড়িঘর, কাঁচা-পাকা সড়ক, শস্যক্ষেত, ব্রিজ-কালভার্ট, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, নলকূপ, বিদ্যুত লাইন, স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্যার ভয়াল থাবা থেকে কিছুই বাদ পড়েনি। নিরাপদ স্থান থেকে বাড়ি ফিরে অনেকের মাথায় হাত। থাকার চৌকি, রান্নার চুলা, আসবাবপত্র সব কিছুই নষ্ট। অনেক পরিবারের মাথা গোঁজার ঠাঁই নেই আপন ঘরে। অনেকের ঘরবাড়ি বিশেষ করে কাঁচা ও মাটির ঘর বন্যার পানি নেমে যাওয়ার পর ভেঙে পড়ছে। অনেক গ্রামীণ সড়কের ক্ষতস্থান বৃদ্ধি পাচ্ছে গাড়ি চলাচলে। সড়কের পাশ নরম থাকায় গাড়ির চাপে তা ভেঙে পড়ছে। মাথায় হাত পড়েছে প্রায় নয় হাজার কৃষকের। আমন বীজতলা, শস্যক্ষেত হারিয়ে পরিবারের উপার্জন বন্ধের উপক্রম। উপার্জন বন্ধ পরিবারের একমাত্র সম্বল মুরগীর ফার্ম হারিয়ে। 

প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, হাটহাজারীতে বন্যায় প্রায় ১৪৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সড়কের ক্ষতি হয়েছে ২’শ ৭২ কিলোমিটার এর মধ্যে পাকা ১০৩.৬৫ কি.মি, ইট বা খোয়া দ্বারা নির্মিত ৮০.৮২ কি.মি ও কাঁচা সড়ক ৮৭.৫৩ কি.মি। কৃষিতে ক্ষতি হয়েছে ১ হাজার ৭৪৯ হেক্টর কৃষিজমি। যার মধ্যে শস্যক্ষেত ১ হাজার ৬৫৯ ও বীজতলা ৯০ হেক্টর। বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে ৩শ ১৮টি। যার মধ্যে সম্পূর্ণ ৯২ ও আংশিক ২শ ২৬ ঘর। ৯০টি ব্রিজ কালভার্টের ক্ষতি হয়েছে যার মধ্যে ৪ টি ব্রিজ ও ৮৫ টি কালভার্ট। ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে যার মধ্যে ১৫টি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক ৭টি, কলেজ ও মাদ্রাসা ২টি করে ৪টি। বিশুদ্ধ খাবার পানির নলকূপ ক্ষতি হয়েছে ১ হাজার ২১৫টি যার মধ্যে গভীর নলকূপ ৫০৯ ও অগভীর নলকূপ ৭০৬টি। এ ছাড়া ভেসে গেছে ১ হাজার ৬৫০টি পুকুরের চাষ করা মাছ। হালদা নদীর বাঁধ ভেঙেছে ০.২৩ কি.মি। ১১০ হেক্টর বনায়ন ও ০.৫ হেক্টর নার্সারী। ক্ষতিগ্রস্থ হয়েছে ২টি ক্লিনিক ও ১১টি কমিউনিটি ক্লিনিক। তাছাড়া দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে ডিম আহরণকারী ১শ ৫৬টি নৌকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। 

আরো পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের মৃত্যু

ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক সরেজমিন প্রদর্শন করে ক্ষতিগ্রস্থ বাড়িঘরের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়ে তাদের পুনর্বাসনের ঘোষণা দেয়ায় ক্ষতিগ্রস্থরা আশার আলো দেখছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে তাদের আমন চারা ও বীজ প্রদানের উদ্যোগ নিলেও তাতে কৃষকরা তেমন লাভবান হচ্ছে না বলে জানান তারা। 

তারা বলেন, অনেকের বীজ বপনের সময় এখন নেই। পাশাপাশি যাদের চারা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে তাদের চারা প্রদানের পাশাপাশি যদি সারের ব্যবস্থা করে দেয়া না হয় তাহলে অধিকাংশ কৃষকই ঘুরে দাড়াতে পারবেন না। বর্তমানে কৃষি শ্রমিকের দৈনিক বেতন এবং উচ্চমূল্য সার কিটনাশক ক্রয় তাদের পক্ষে দেয়া অসম্ভব। আমন রোপনের মাস খানিক পরেই ভয়াল এ বন্যা কৃষকদের জন্য অভিশাপ বলে উল্লেখ করেন অনেকে। তাই সরকারকে কৃষকদের পাশে দাড়াতে উদাত্ত আহবান কৃষক ও কৃষি উদ্যোক্তাদের। এদিকে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্থের তালিকা উর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই ক্ষতি পুষাতে কাজ শুরু করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, ক্ষতির তালিকা পেয়েছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা পাঠিয়ে দিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App