×

চট্টগ্রাম

নোয়াখালীতে বন্যায় মহামারি, হাসপাতালে ডায়রিয়া রোগীর ভিড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

   

গত দুই সপ্তাহের বন্যায় পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে নোয়াখালিতে। ৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের কক্ষ, মেঝে ও করিডরে রোগীদের ভিড়। এর মধ্যে ৯৫ শতাংশই শিশু ও বৃদ্ধ। জায়গা সংকুলান না হওয়ায় অস্থায়ী ওয়ার্ড খোলা হয়েছে পাশের একটি নির্মাণাধীন ভবনে। সেখানে কোনো শয্যা নেই। মেঝেতে শয্যা পেতে চলছে ডায়রিয়া রোগীদের চিকিৎসা। কোনো কোনো শয্যায় একসঙ্গে ২-৩ জন রোগীকে থাকতে দেওয়া হচ্ছে। গত ২২ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল পর্যন্ত ৯৭২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১১৭ জন। 

বর্তমানে হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের ২০ শয্যার জায়গায় ভর্তি রোগীর সংখ্যা ২৫০ জন। ডায়রিয়ায় আক্রান্ত একজন রোগী মারা গেছেন।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালগুলোতে পানিবাহিত রোগী বেড়েছে ১০ থেকে ১২ গুণ। এতে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা।রোগীদের বাড়তি চাপ সামাল দিতে বিভিন্ন এনজিও সংস্থার লোকজনও কাজ করছেন। 

হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট রয়েছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার। বেসরকারি সংস্থা থেকে লোকবল নিয়োজিত করা হয়েছে। এরপরও সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

পানিবাহিত এই মহামারি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় গ্রামে গ্রামে  চিকিৎসা শিবির স্থাপনের দাবি বানভাসিদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App