×

চট্টগ্রাম

ঘুষ নেয়ার ভিডিও ভাইরালের পর বরখাস্ত হিসাবরক্ষক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৯:৫৪ পিএম

ঘুষ নেয়ার ভিডিও ভাইরালের পর বরখাস্ত হিসাবরক্ষক

ছবি: সংগৃহীত

   

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) হিসাবরক্ষক মাসুদুল ইসলামের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়া সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) ঘুষ লেনদেনের বিষয়টি প্রমাণিত হওয়ায় এক আদেশে তাকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ। 

একইসঙ্গে মাসুদুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনকে আহ্বায়ক, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যাকে সদস্য এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদকে সদস্য সচিব করা হয়েছে। 

কমিটিকে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে বিষয়টি তদন্তপূর্বক চসিক সচিব বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে চসিক সচিব বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরো পড়ুন: নোয়াখালীতে কোথাও উন্নতি, কোথাও অবনতি, ত্রাণের জন্য হাহাকার

সম্প্রতি চসিকের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের ঘুষ গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়। যদিও ভিডিওটি কয়েক বছর আগের বলে ধারণা সংস্থাটির কর্মকর্তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ঠিকাদারকে বিলের চেক বুঝিয়ে দিচ্ছেন মাসুদুল ইসলাম। সামনের জন চেক নিতেই দুটা ৫০০ টাকা নোট মাসুদুলের হাতে তুলে দিলেন। দ্রুত ওই টাকা প্যান্টের পকেটে ঢোকান মাসুদুল। পাশের আরেকজন ঠিকাদারও চেক নিতেই ঘুষের টাকা বুঝিয়ে দিলেন। সেটিও কোনো রাখঢাক না করেই প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলেন মাসুদুল। 

চসিকের কয়েকজন কর্মকর্তা জানান, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে উত্তম নামের একজন অফিস সহায়ক রয়েছেন। তিনি ওই দপ্তর থেকে অন্তত দুই বছর আগে বদলি হয়েছেন। এ কারণে ধারণা করা হচ্ছে ভিডিওটি কয়েক বছর আগের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App