আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে নারীর মৃত্যু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৮:৪০ পিএম

ছবি: সংগৃহীত
কুমিল্লার লাকসামে বন্যা দুর্গত একটি আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে মাকসুদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানান, সোমবার (২৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে লাকসাম উপজেলার আউশপাড়া ফাজিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে তিনি মারা যান। নিহত মাকসুদা বেগম কান্দিরপাড় ইউনিয়নের কামড্যা গ্রামের বাসিন্দা এবং আউশপাড়া এতিমখানা ও মাদ্রাসার বাবুর্চি মরুল হকের স্ত্রী। তিনি ঠান্ডাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ২৩ আগস্ট (শুক্রবার) বিকেলে এতিমখানার বাবুর্চি মরুল হক তার স্ত্রীকে নিয়ে আউশপাড়া মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে উঠেন। ওই সময়ে তিনি ঠান্ডাজনিত কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মাকসুদা বেগম। এতে ঠান্ডাজনিত কারণে তিনি অসুস্থ হয়ে সোমবার ভোরে মারা যান।
মাকসুদা বেগমের মামা স্থানীয় পল্লী চিকিৎসক মোজ্জাকের হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়িতে অনেক পানি উঠেছিল। এজন্য তিনি আশ্রয়কেন্দ্রে এসেছেন। ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণেই তিনি মারা গেছেন।
আরো পড়ুন: গাজী টায়ারের আগুনের ঘটনায় নিখোঁজ ১৭০