সুবিধা বঞ্চিত বন্যার্তদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের খাদ্য সহায়তা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৭:৩৭ পিএম

লাকসামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন। ছবি : ভোরের কাগজ
কুমিল্লার লাকসামে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধা বঞ্চিত অসহায় তিন'শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপি। সোমবার (২৬ আগস্ট) সকালে লাকসাম দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রসহ লাকসামের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধা বঞ্চিত অসহায় তিন'শ পরিবারকে পাঁচ কেজি চিড়া, আধা কেজি চিনি, পনের প্যাকেট বিস্কুট ও এক লিটার করে বিশুদ্ধ খাবার পানি সহায়তা দিয়েছেন।
এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপি ম্যানেজার শেলী তেরেসা কাস্তা, লাকসাম প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, ইয়ং প্রফেশনাল ইন্টার্ন ফ্লোরা তিথি চৌধুরী উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : মুছাপুর রেগুলেটরে ধস, ৫ জনের মৃত্যু