খাদ্য সহায়তা নিয়ে লাকসাম থেকে ফেনী যাবে রিলিফ ট্রেন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:২০ পিএম

ছবি: সংগৃহীত
লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে কর্মরত বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারিদের একটি মানবিক টিম আগামীকাল (সোমবার ২৬ আগস্ট) সকালে বন্যার্তদের জন্য বিভিন্ন খাদ্য সহায়তা নিয়ে ফেনীর উদ্দেশ্যে রিলিফ ট্রেন নিয়ে যাত্রা করবে। রবিবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের জুনিয়র রেলওয়ে পরিদর্শক (জেআরআই) ড. আমিনুল ইসলাম।
আরো পড়ুন: বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যাওয়া ফেনী জেলার বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত মানুষের জন্য তারা খাদ্য সহায়তা সংগ্রহ করে লাকসাম রেলওয়ে জংশন থেকে সোমবার সকালে ওই এলাকার উদ্দেশ্যে একটি রিলিফ ট্রেন নিয়ে যাবেন। লাকসামসহ আশপাশের এলাকার মানবিক ও বিত্তবান ব্যক্তিবর্গ তাদের স্বাধ্যমতো সহানুভূতি দেখিয়ে সহায়তা করতে চাইলে খাদ্য সহায়তা নিয়ে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে যোগাযোগ করে তাদের সহায়তা পৌঁছে দিতে পারেন। ইতোমধ্যে লাকসাম রেলওয়ে কর্মকর্তা কর্মচারিরা খাদ্য সহায়তা সংগ্রহের কাজ শুরু করেছেন। এমন মানবিক কাজে সহায়তা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।