নোয়াখালী পৌরসভায় হামলা-ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৪:৩১ পিএম

ছবি: ভোরের কাগজ
নোয়াখালী পৌরসভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পৌরসভার মেয়রের রুমের দরজা-জানালাসহ পৌরসভার বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
নোয়াখালী পৌরসভার সচিব শ্যামল কুমার দত্ত হামলা-ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত পৌরসভায় প্রবেশ করে এলোপাতাড়ি হামলা ও ভাঙচুর চালায়। এতে মেয়রের রুমের দরজা-জানালাসহ পৌরসভার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার সময় পৌরসভা কার্যালয়ে মেয়র ও কাউন্সিলররা কেউই ছিলেন না বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের মোবাইল ফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। মেয়র সহিদ উল্যাহ খান সোহেল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
আরো পড়ুন: টেকনাফে মিয়ানমার থেকে আসা ১০ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ