×

রাজধানী

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১২:৫৫ পিএম

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

শ ম রেজাউল করিম

   

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল  করিম বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অভূতপূর্ব  উন্নয়ন  ঘটেছে। কিন্তু এটা সহজ ছিল না। ১৯৭১ এ দেশ স্বাধীন হওয়ার পরে জাতির জনক বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিধ্বস্ত  দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে  নিয়ে যাচ্ছিলেন, তখন স্বাধীনতা বিরোধীরা তাকে হত্যার পর থেকে দেশ সামরিক শাসনের আওতায়  চলে যায়। তারা দেশের সাংবিধানিক  প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে। দেশকে পিছিয়ে নিয়ে যায়।

তার পরে বহু আন্দোলনের  ফলে দেশে গণতন্ত্র ফিরে আসে। কিন্তু বিএনপির শাসনামলে দুর্নীতি বেড়ে  যায়। দেশ তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য শাসনামলে দেশে অভূতপূর্ব  উন্নয়ন ঘটেছে। আমরা চলতি বছরের ফেব্রুয়ারীতে উন্নয়নশীল দেশের স্বীকৃতি  পেয়েছি। আগামী ২০৪১ সালে দেশ উন্নত দেশে রুপান্তরিত  হবে। দেশ আজ স্বয়ংসম্পূর্ণ, দেশে সুশাসন এসেছে।

শনিবার (২০ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ সেন্টার ফর গর্ভনেন্স স্টাডিজ এর আয়োজনে ‘স্বাধীনতার ৫০ বছর ও পথওয়ে এন্ড ট্যাজেকশন’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন।

মন্ত্রী এসময় দেশের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের বর্ণনা দেন। বিশেষ করে দেশের মাথাপিছু আয়, রেমিটেন্স বৃদ্ধি, গৃহহীনদের মধ্যে মাথা গোজার জন্য ঘর তৈরি, ২৭০০০ স্কুল জাতীয়করণ, ফ্রি বই বিতরন, জিডিপি ৩০৫৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নয়ন ইত্যাদি। তবে দেশে এখনো পিকে হালদারের মত দূর্নীতিবাজরা রয়েছে, তারা লুটপাট করছে। সরকার তাদের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা নিচ্ছে। দুদক কাজ করছে। অচিরে দুর্নীতি বন্ধ হবে।

এ সময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, প্রফেসর ড. আলী রিয়াজ, (ইউএসএ), জাপানি রাষ্ট্রদূত ইতো নোকি, টার্কিস রাষ্ট্রদূত মুসতফা উসমান তুরান, সেন্টার ফর পলিসি ডায়ালগ এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App