ওয়াসার সেবায় শুদ্ধাচার নিশ্চিতে মানসিকতার পরিবর্তন করতে হবে: ফজলুর রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:৩০ পিএম

ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমান। ছবি : ভোরের কাগজ
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে সেবা গ্রহীতা ও সেবা দাতার মধ্যে দূরত্ব ঘুচিয়ে আনতে হবে।
তিনি বলেন, পানি ব্যবস্থাপনায় শুদ্ধাচার নিশ্চিতকরণে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ওয়াসার সেবায় শুদ্ধাচার নিশ্চিত করতে সিটিজেন চার্টারের অস্পষ্টতাও দূর করার কথা বলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক।
বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এমএ রশীদ।
নিরাপদ পানি প্রাপ্তি নিশ্চিতকরন ও এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে পানি এবং স্যানিটেশন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ওয়াসার বিভাগীয় শহরগুলোতে একটি প্রকল্প বাস্তবায়ন করছে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, ওয়েভ ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াটার পার্টনারশীপ, ডাসকো এবং বাংলাদেশ ওয়াটার পার্টনারশীপ। এতে অর্থায়ন করছে জার্মান ভিত্তিক সংস্থা ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক। এর মাধ্যমে ওয়াসা ও সিটি কর্পোরেশনের সেবার মান জনবান্ধব ও উন্নত করার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে।
আরো পড়ুন : দাম নিয়ন্ত্রণে ১০ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার
সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার মহাব্যবস্থাপক জনাব ফজলুর রহমান, স্থানীয় সরকার বিভাগ ও পলিসি সাপোর্ট ব্রাঞ্চের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার এবং উইন এর প্রোগ্রাম লিড ড. ম্যারি গ্যালভিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. তানভীর আহমেদ।
এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে নিরাপদ পানি প্রাপ্তি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে বেশকিছু সুপারিশ তুলে ধরেন বক্তারা।