পথশিশুদের সুরক্ষা ও উন্নয়নে করণীয় নিয়ে সেমিনার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম

পথশিশুদের সুরক্ষা ও উন্নয়নে করণীয় নিয়ে সেমিনার
ঢাকা আহছানিয়া মিশন (ডাম) এর শিক্ষা সেক্টরের ড্রপ ইন সেন্টার এন্ড নাইট শেল্টার প্রকল্পের উদ্যোগে আজ ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) “পথশিশু ও কর্মজীবী শিশুদের সুরক্ষায় সরকারি ও বেসরকারি অংশীজনদের সাথে জাতীয় পর্যায়ের সেমিনার” আয়োজন করা হয়েছে। রাজধানীর ধানমন্ডিস্থ ডামের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সেমিনারে ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু ও সমন্বয় উইং-এর অতিরিক্ত সচিব তানিয়া খান এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আব্দুর রাজ্জাক। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডাম শিক্ষা ও টিভিইটি সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান।
সেমিনারে পথশিশুদের সুরক্ষা ও উন্নয়নের ওপর মূল বক্তব্য প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করেন শিক্ষা সেক্টরের কো-আরডিনেটর-এমএন্ডই শেখ শফিকুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মো. মহিউদ্দিন বলেন, পথশিশুদের সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের সকলের। জন্ম নিবন্ধন, স্কুলে ভর্তি, টিকাদান কর্মসূচি, বিনামূল্যে সরকারি সেবা ও সরকারি সুরক্ষা কর্মসূচিতে সকল পথশিশুকে অন্তর্ভুক্ত করতে হবে। পথশিশুদের যেকোনো সমস্যা ১০৯ টোল ফ্রি নম্বরে কথা বলে যেকোনো সমস্যার সমাধার করা যাবে। এই সেমিনারের মাধ্যমে আমরা শুধু আলোচনাই নয় বরং পথশিশুদের সুনির্দিষ্ট সমস্যা একটি একটি করে সমাধান করতে চাই। সমাজসেবা অধিদপ্তরও এক্ষেত্রে কয়েকটি প্রকল্পের মাধ্যমে তাদের উন্নয়নে কাজ করছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তানিয়া খান বলেন, শিশু ও সমন্বয় উইং সোশ্যাল প্রটেকশন নিয়ে কাজ করছে। সরকারের সহযোগী হিসেবে ঢাকা আহছানিয়া মিশন পথশিশুদের উন্নয়ন ও সুরক্ষার জন্য যে সকল কৌশলগত পরিকল্পনা করেছে তা টেকসইকরণে কাজ করতে হবে। নিড অ্যাসেসমেন্ট করে পথশিশুদের জন্য প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ শিশু একাডেমি।
সেমিনারে ডাম প্রেসিডেন্ট বলেন, ঢাকা আহছানিয়া মিশন বিশ্বাস করে প্রতিটি শিশুর মধ্যেই সম্ভাবনা আছে এবং সমাজে তারা যে অবস্থানেই থাকুক না কেন, প্রতিটি শিশুই গুরুত্বপূর্ণ। পথশিশুদের উন্নয়নে মিশনের সেন্টার বেজ এবং আউটরিচ কর্মসূচিসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, পথশিশুকে পথে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কিংবা রূপকল্প ২০৪১ কোনোটাই অর্জন সম্ভব নয়। পথশিশুদের সম্পদে পরিণত করতে হবে, নইলে এই শিশুরাই একসময় সমাজের জন্য হুমকি হবে। পথশিশুদের মূলধারায় ফেরাতে হবে। এ জন্য প্রথমে পথশিশুরা সংখ্যায় কত, কী কারণে বাড়ছে, সেসব বিবেচনায় নিতে হবে। কাজটি অবশ্যই সরকারি পর্যায় থেকেই করতে হবে যেখানে বেসরকারি সংস্থা অংশীজন হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পথশিশুদের নিয়ে কর্মরত উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, পথশিশু, ওয়ার্ড কাউন্সিল অফিসের সচিবগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।