এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট বরাদ্দ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম

পুরনো ছবি
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের জন্য উত্তরা দিয়াবাড়িতে পূর্ণবাসন ভিলেজে লটারির মাধ্যমে ফ্লাট বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে লটারির প্রথম ধাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. ফাহিমুল ইসলাম।
জানা গেছে ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন ভিলেজে ২ ক্যাটাগরিতে ১০৯০ বর্গফুট ও ১২৯৪ বর্গফুটের দুইটি ব্লকের ১২টি ভবনে মোট ১ হাজার ৩৪৪টি ফ্লাট নির্মাণ করা হয়েছে। প্রকল্প এলাকায় ১টি মসজিদ, ১টি ক্লিনিক, ১টি কমিউনিটি মার্কেট ও খেলার মাঠের সুবিধা রয়েছে। প্রথমে গুচ্ছ ভিত্তিক ও পরে এককভিত্তিক আবেদনকারীদের মধ্যে লটারি হয়। প্রথম ধাপে ব্লক বি এর রূপসা ভবনের ১০৯০ বর্গফুটের প্লটের জন্য ১০৪ জন আবেদনকারীর মধ্যে লটারি হয়। দ্বিতীয় ধাপে আজ ২৬ নভেম্বর ব্লক এ এর গড়াই ও ইছামতি ভবনের ১২৯৪ বর্গফুটের প্লাটের জন্য ১৯৮ জন আবেদনকারীর মধ্যে লটারি অনুষ্ঠিত হবে।
আবেদনকারীদর উপস্থিতিতে ৩ স্তরের লটারি অনুষ্ঠিত হয়। লটারির পর আবেদনকারীদের তাদের নির্বাচিত ফ্লাট নম্বর জানিয়ে দেয়া হয়।
আরো পড়ুন: জন্ম নিবন্ধন কার্যক্রমে জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি