নাজমুল আহসান কলিমউল্লাহ’র সংবর্ধনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১১:০৬ পিএম

ছবি: ভোরের কাগজ
প্রফেসর ড. লে. কর্নেল নাজমুল আহসান কালিমউল্লাহ, বিএনসিসিও'র সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. কলিমউল্লাহ এই বছর ২৮ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি লাভ করেন। ওই দিন ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর পরিচালক এবং লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কাদের হোসেন, বিএনসিসি রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার প্রফেসর ড. কলিমউল্লাহ'কে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা ও প্রতীক পরিয়ে দেন।
এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক ও বাংলা একাডেমির চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কাশেম ফজলুল হক। বিভিন্ন খ্যাতনামা শিক্ষক, সাংবাদিক এবং উচ্চপদস্থ কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট উদ্যোক্তা আবদুল হামিদ।