এএসপির সহায়তায় যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১১:৪৯ পিএম

ছবি: ভোরের কাগজ
রাজধানীর উত্তরায় যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ নুরুর রহমানের বাড়ি পুলিশের এএসপি বাহাউদ্দিন ভূঁইয়ার সহায়তায় দখলের অভিযোগ উঠেছে। রবিবার (১৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাবের (বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন) এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন প্রবাসী শেখ নুরুর রহমান। তিনি জানান, স্থানীয় সন্ত্রাসী মো. সোহেল রেজা ২০২২ সালে জোরপূর্বক তার বাড়ি দখল করে প্রতি মাসে ৮৫ হাজার টাকা ভাড়া আদায় করছে।
শেখ নুরুর রহমান বলেন, তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, কিন্তু তার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। বাড়ির একটি অংশ সোহেল তার বোনের কাছ থেকে কিনলেও, সোহেল জোর করে পুরো বাড়ি দখল করেছে। এএসপি বাহাউদ্দিন ভূঁইয়া, যিনি সোহেলের বোনের জামাই, তার প্রভাব ব্যবহার করে আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন নুরুর রহমান।
আরো পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, যে বিষয়ে অবহিত করলেন সেনাপ্রধান
অ্যাডভোকেট তানজিল আহমেদ সানি বলেন, সোহেল রেজা বাড়ির ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে ভাড়া আদায় করছেন। মামলার রায় প্রবাসীর পক্ষে আসলেও প্রশাসনের সহায়তা না পাওয়ায় তিনি বাড়ি ফিরে পাচ্ছেন না। সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও প্রশাসনের প্রভাব খাটিয়ে তিনি আইনি প্রক্রিয়া থেকে বাঁচছেন।