জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে রিকশাচালক নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প কলেজ গেট এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. সনু (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করান কর্তব্যরত চিকিৎসক।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। এসময় জেনেভা ক্যাম্পের দুটি মাদক কারবারী গ্রুপের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে রিকশাচালক সনু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং দুর্ঘটনাক্রমে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সনু মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা বাবুল হোসেনের ছেলে। পরিবারে তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে সনুর লাশ হাসপাতালের মর্গে হয়েছে। ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে, এবং তারা এই ঘটনায় পরবর্তী তদন্ত শুরু করেছে।
আরো পড়ুন: আবু সাঈদকে আঁকলেও ভাবনার পুরোটা ছিল ‘আলো আসবেই’
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরে মাদক কারবারের হটস্পট হিসেবে পরিচিত। এ ঘটনায় এলাকাটিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রিকশা চালন সনু অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। কিন্তু মাদক নিয়ে এ সংঘর্ষের বলি হতে হলো তাকে। বিষয়টিকে একটি গভীর সামাজিক সমস্যা হিসেবে দেখছেন স্থানীরা। এমন দু:কজন ঘটনা এড়াতে তার মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।