×

রাজধানী

হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্ব পেল আনসার বাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৮:২৯ পিএম

হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্ব পেল আনসার বাহিনী

ছবি: ভোরের কাগজ

   

হাতিরঝিলের নিরাপত্তায় এতদিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চুক্তি ছিল। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবার হাতিরঝিল এলাকার সার্বক্ষণিক নিরাপত্তায় সরকারি সংস্থা আনসার বাহিনীকে যুক্ত করল রাজউক। মূলত হাতিরঝিলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকায় রাজউক এ চুক্তি করেছে।

সোমবার (১ জুলাই) সকালে রাজধানীর হাতিরঝিল ব্যবস্থাপনা ভবনে রাজউকের চেয়ারম্যান জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার আনসার বাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাতিরঝিলকে আনসার বাহিনী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে বলে প্রত্যাশা করেন রাজউকের চেয়ারম্যান।

হাতিরঝিলকে ক্রমান্বয়ে সমৃদ্ধ করা হবে জানিয়ে রাজউক চেয়ারম্যান বলেন, হাতিরঝিল থেকে বনানী এবং কালাচাঁদপুর পর্যন্ত ওয়াটার ট্যাক্সির রুট বাড়ানো হবে। এ সময় নিরাপত্তার স্বার্থে রাত ১১টার পর দর্শনার্থীদের হাতিরঝিল ত্যাগের অনুরোধও জানান রাজউক চেয়ারম্যান। তিনি প্রত্যাশা করেন আনসার বাহিনী  নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাতিরঝিলকে পরিচ্ছন্ন রাখবে। 

আরো পড়ুন : যানজট আর জলজটে নাকাল রাজধানীবাসী

এদিকে হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দিন। তিনি বলেন, হাতিরঝিলের অবৈধ পকেট গেট তদারকিসহ  মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবে আনসার বাহিনী।

ইট-পাথরের এ নগরীর বুক চিরে গড়ে ওঠা এক টুকরো স্বর্গ যেন হাতিরঝিল। সবুজ গাছগাছালি আর পানির মিশেলে যেন হাতিরঝিল হয়ে উঠেছে এ নগরীর ফুসফুস। তবে নগরীর এ ফুসফুস নিয়েও নানা সময় উঠেছে নানান প্রশ্ন।

 তবে দিনের সৌন্দর্যই যেন রাতের বেলায় হয়ে উঠে এক ভয়ংকর জনপদ। সাম্প্রতিক সময়ে লেক থেকেই উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মরদেহ। সঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাতের ঘটনা নতুন কিছু নয় হাতিরঝিলে। ঘটে ছিনতাইয়ের ঘটনাও। এরপর থেকে হাতিরঝিলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শনার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App