ডেঙ্গুতে ২ সন্তান হারানো দম্পতির ঘর আলো করে এসেছে ১ সন্তান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৩:৫০ পিএম

ছবি : সংগৃহীত
এক সপ্তাহের ব্যবধানে ডেঙ্গুতে দুই ছেলে-মেয়ে হারানো মোহাম্মদ ইব্রাহিম ও রাবেয়া আক্তার দম্পতির ঘর আলো করে এক ছেলেসন্তান এসেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বছরের ১৮ আগস্ট এই দম্পতির ছেলে আরাফাত হোসেন রাউফ মারা যায়। ২৫ আগস্ট মারা যায় মেয়ে ইসনাত জাহান রাইদা। আরাফাতের বয়স ছিল ৯ বছর, রাইদার সাড়ে ৬ বছর।
দুই ছেলে-মেয়েকে হারিয়ে ইব্রাহিম-রাবেয়া দম্পতি পাগলপ্রায় হয়ে গিয়েছিলেন। তারা এখনো দুই সন্তান হারানোর শোকের মধ্যে আছেন। এই শোক আজীবনই থাকবে। তবে জীবন থেমে থাকে না।
গত ২৩ মে এই দম্পতি এক ছেলেসন্তানের বাবা-মা হয়েছেন। নাম রেখেছেন ইসমাইল রাইসি।
ইব্রাহিম বললেন, ‘আল্লাহ আমাদের একটি ছেলেসন্তান দিয়েছেন। আমার স্ত্রী এখন আগের চেয়ে কিছুটা ভালো আছেন। কিন্তু দুই ছেলে-মেয়ের কথা তো আমরা ভুলতে পারি না। এবার ঈদুল আজহায় আমরা কোরবানি দিয়েছি। আমার ছেলে আরাফাত কোরবানি দেয়া খুব পছন্দ করত। ঘুরে ঘুরে গরু দেখত। এবার তো আর সেসবের কিছুই হলো না।’
আরো পড়ুন : ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ৩২ রোগী
আরাফাত ও রাইদা মা–বাবার সঙ্গে প্রতি শুক্রবার বাইরে ঘুরতে যাওয়ার, মজার মজার খাবার খাওয়ার অপেক্ষায় থাকত। ইব্রাহিম চেষ্টা করতেন, প্রতি শুক্রবার পরিবার নিয়ে বাইরে ঘুরতে যেতে। বাড়ি ফিরে ঘোরাঘুরির ছবি ফেসবুকে পোস্ট করতেন।
তিনি বললেন, ‘এখন আর শুক্রবারের জন্য কেউ অপেক্ষায় থাকে না। সেভাবে আর ছবিও তোলা হয় না।’
ইব্রাহিম-রাবেয়া দম্পতি রাজধানীর মধ্য পাইকপাড়ার ছাপাখানা মোড়ে থাকতেন। পাইকপাড়ায় আইকন একাডেমি নামের একটি স্কুলে আরাফাত কেজিতে আর রাইদা নার্সারিতে পড়ত। সেখানকার ভাড়া বাসায় দুই ছেলে-মেয়ের বিভিন্ন স্মৃতি প্রতি মুহূর্তে তাদের চোখে ভেসে উঠত। তারা অনেক কষ্ট পাচ্ছিলেন। তাই তারা পাইকপাড়াতেই আরেকটি বাসা ভাড়া নিয়েছেন।
সাভারের হেমায়েতপুরে দুই ছেলে-মেয়েকে পাশাপাশি কবর দিয়েছেন বলে জানান ইব্রাহিম। সময় পেলেই স্বামী-স্ত্রী সেখানে চলে যান।