পাঁচ শতাধিক পশু একই স্থানে কোরবানির উদ্যোগ ডিএনসিসির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১০:০০ পিএম

ছবি: সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে একই স্থানে পাঁচ শতাধিক পশু কোরবানির উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির ৩নং ওয়ার্ডের অন্তর্গত মিরপুর সেকশন-১১, ব্লক-সি, প্যারিস রোড সংলগ্ন মাঠে পশু কোরবানির এই আয়োজন করা হয়েছে। এছাড়া ৭নং ওয়ার্ডের অন্তর্গত এলাকায় আরো পাঁচটি নির্দিষ্ট স্থানে আয়োজন করা হয়েছে পশু কোরবানির।
ডিএনসিসি মেয়র বলেন, 'একটি নির্দিষ্ট স্থানে একসঙ্গে পশু কোরবানি দেয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। ডিএনসিসির ৩নং ওয়ার্ডে প্যারিস রোড মাঠে একসঙ্গে পাঁচ শতাধিক পশু কোরবানির উদ্যোগ নিয়েছি। ৭ নম্বর ওয়ার্ডেও পাঁচটি নির্দিষ্ট স্থানে কোরবানির আয়োজন করা হয়েছে। এবছর দুটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে শুরু করেছি। পরবর্তীতে সব ওয়ার্ডে এটি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।'
মেয়র বলেন, 'নির্দিষ্ট স্থানে কোরবানি হলে বর্জ্য অপসারণ কার্যক্রমটা সহজ হয়ে যাবে। পাশাপাশি অনেক মানুষ একসঙ্গে মাঠে থাকলে ঈদের আনন্দও অনেক বেড়ে যাবে। নগরবাসীকে উৎসাহ দিতে ডিএনসিসির পক্ষ থেকে প্যারিস রোড মাঠে কোরবানি দিতে আসলে প্রতিটি পশুর জন্য এক হাজার টাকা প্রণোদনা দেয়া হবে। এছাড়াও মাংস পরিবহনের জন্য ৫০টি ভ্যান রাখা হয়েছে।'
ঈদের দিন (১৭ মার্চ) দুপুরে প্যারিস রোড মাঠে ৫ শতাধিক পশু কোরবানির কার্যক্রম পরিদর্শন করবেন বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।