রাজধানীর একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ৪

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৯:৪২ এএম

ছবি: সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে নারী, শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রকসি আক্তার (২০), তার বোন ফুতু (১৮), রকসির ছেলে আয়ান (৩) ও রকসির বাবা আব্দুল মান্নান (৬০)।
রকসির দেবর আহমেদ মোস্তফা জানান, তাদের বাড়ি কক্সবাজারের মহেশখালী থানার মাইজপাড়া গ্রামে। রকসির বেইন টিউমার হয়েছিল। এজন্য চলতি মাসের ১ তারিখে তারা সপরিবারে গ্রাম থেকে ঢাকায় আসেন। এরপর এভারকেয়ার হাসপাতালের পাশের ওই ভবনের নিচ তলায় একটি বাসায় ভাড়ায় উঠেন। সেখান থেকে মূলত নিয়মিত এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করতেন। অস্ত্রোপচার করানোর পরও ওই বাসায় রাখা হয়েছিল রকসিকে।
আরো পড়ুন: মাদক ব্যবসায় বাধা, ছুরিকাঘাতে চোখ গেলো যুবকের
তিনি জানান, সোমবার সন্ধ্যায় বাসার রান্নাঘর থেকে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এতে রুমের মধ্যে থাকা শিশুসহ পরিবারটির ৪ জন দগ্ধ হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের ডিউটিরত চিকিৎসকরা জানান, তাদের ৪ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। পরবর্তীতে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হবে।