রাজধানীতে গরমে আনসার সদস্যের মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৬:০৪ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট এলাকায় অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে আবু তালেব (৫০) নামে এক আনসার সদস্য মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুর দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, আনসার সদস্য আবু তালেব পাবনা জেলার ভাঙ্গুরা থানার চরপাড়া গ্রামের দবির উদ্দিনের ছেলে। বর্তমানে নিউমার্কেট এলাকায় ভাড়া থাকতেন। এক মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।
আরো পড়ুন: ফ্লাইওভারে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন
আনসার সদস্য আবু তালেবকে হাসপাতালে নিয়ে আসা আল-আমিন বলেন, ‘নিউমার্কেট এলাকায় সিটি বিল্ডার্স কমপ্লেক্সে আনসার সদস্যের প্লাটুন কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়ি যাবেন তাই বৃহস্পতিবার দুপুরের দিকে নিউমার্কেটে কেনাকাটার জন্য এসেছিলেন।’
তিনি আরো জানান, এ সময়ে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা জানান ওই আনসার সদস্য আর বেঁচে নেই।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।