মালিবাগে পাইলিংয়ের গর্তে ক্রেন পড়ে শ্রমিকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১১:০২ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ভবন নির্মাণের পাইলিংয়ের গর্তে ক্রেন পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। নিহতের নাম নাঈম (২০)। তিনি ক্রেনের হেল্পার ছিলেন।
রবিবার (২৪ মার্চ) বিকেল পাঁচটার দিকে মালিবাগ রেলগেট বিশ্বরোডের পাশে এই দুর্ঘটনা ঘটে।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, পাইলিংয়ের জন্য করা গর্তের ওপর স্টিলের পাত বিছিয়ে এর ওপরে ক্রেন বসানো হয়েছিল। সেই স্টিলের পাত ভেঙে ক্রেনটি গর্তের মধ্যে পড়ে যায়। এতে ওই গর্তে কাজ করা শ্রমিক ও ক্রেন চালকসহ ৫ জন আটকে পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন মারা যান। আহতরা হলেন জিয়ারুল (২০), রাতুল প্রমাণিক (২০), আব্দুল্লাহ আল নোমান (৩০) ও সাদেক (২২)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার জিয়াউল হক জানান, সড়ক থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ ফুট নিচে গর্তে আটকে থাকা নাঈম নামে এক যুবককে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
আহত নোমান জানান, তিনি ক্রেন চালক। ক্রেনটি স্টিলের পাতের ওপর রেখে গর্ত থেকে মাটি তুলছিলেন তিনি। পরে পাত ভেঙে ক্রেনসহ নিচে পড়ে যান।