ইউনাটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২০, ১০:৪৬ পিএম
অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে নিহত ভেরুন অ্যান্থনি পলের (৭৪) পরিবার । গুলশান থানায় বুধবার (৩ জুন) সন্ধ্যায় মামলাটি হয়।
নিহতের জামাতা রোনাল্ড রিকি গোমেজ বাদী হয়ে মামলাটি করেন। নিহতের ছেলে এন্ড্রি ডেমেনিক পল রাতে বিষয়টির সত্যতা ভোরের কাগজকে নিশ্চিত করেন।
গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আজ সন্ধ্যায় নিহতের জামাতা ইউনাইটেডের চেয়ারম্যান ও পরিচালকসহ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন।
প্রসঙ্গত, রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ রোগী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে একজন করোনায় সংক্রমিত ছিলেন, বাকি চারজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। তবে তাদের চারজনেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। স্বজনদের অভিযোগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত না রেখে হাসপাতালের বিছানা থেকে রোগীদের মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।