কুড়িলে ট্রেনের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৪ পিএম

প্রতীকী ছবি।
রাজধানীর কুড়িল বিশ্বরোড়ে ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (৩০) নামের কুড়িল ইসলামী ফিকাহ একাডেমি বাংলাদেশ মাদ্রাসার এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ট্রেনের ধাক্কায় আহত হয়ে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বাবা মোঃ শাহ নেওয়াজ জানান, তাদের বাড়ি টাঙ্গাইল মধুপুর উপজেলায়। কুড়িলের ওই মাদ্রাসায় থাকতেন মেহেদী।
মেহেদীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবির ইসলাম সাইফুল জানান, সকাল ১১টার দিকে কুড়িল বিশ্বরোড় রেললাইনে হেটে পাড় হওয়ার সময় কমলাপুর গামী একটি ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে তার মাথা সহ শরীরে গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল ইউসুফ বিন মাসুদ জানান, সকালে তার পরিবারের লোকজন গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসছিলো। খবর পেয়ে মেহেদী মাদ্রাসা থেকে কুড়িলে যাচ্ছিলেন তাদেরকে আনার জন্য। তখনই এই দুর্ঘটনার শিকার হন তিনি।