ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: মাহবুব তালুকদার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০২:৫২ পিএম
স্বয়ং নির্বাচন কমিশনে তার কোনো মতামতের মূল্য দেয়া হয় না উল্লেক করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ইসির অভ্যন্তরে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই, তো ঢাকা সিটি নির্বাচনে কীভাবে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। রবিবার (২৬ জানুয়ারি) নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে লিখিত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, আমি সিটি নির্বাচনের অনিয়মের বিষয়ে চার বার ইউও নোট দিয়েছি, কিন্তু কমিশনের কোনো সভায় এ বিষয়ে আলোচনাই হয়নি। এমনকি রিটার্নিং কর্মকর্তাদের কাছে সিটি নির্বাচন নিয়ে অভিযোগ বিষয়ে রিপোর্ট চেয়েছিলাম। তারা দেন নি। এটাও আমার জন্য একজন কমিশনার হিসেবে অসম্মানজনক।
তিনি বলেন, যেদিন থেকে কমিশনার হিসেবে যোগদান করছি সেদিন থেকে আমি নিরপেক্ষ, কোনো দলের পক্ষের নেই। আমার অতীত ইতিহাস দেখলে তা বোঝা যাবে। আমি যা করি তা বিবেকের দ্বারা করি।
তবে পাঁচ জন কমিশনারের মধ্যে আমি সব সময় সংখ্যালঘিষ্ট। সিদ্ধান্ত হয় সংখ্যা লঘিষ্ঠ তা হিসেবে। তবে সিটি নির্বাচন নিয়ে যেসব অভিযোগ, প্রার্থীদের বিধি ভঙ্গ, এসব বিষয়ে কমিশন ঠিকমত দায়িত্ব পালন করছে না বলেও জানান তিনি।