পোশাক খাতের জায়গা দখল নেবে তথ্যপ্রযুক্তি: জয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০১:১৩ পিএম

ফাইল ছবি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডিজিটাল মেলায় আগত দর্শনার্থীরা। ছবি: ভোরের কাগজ।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশে রফতানি বাণিজ্যে তৈরি পোশাক খাতের জায়গা শিগগিরই তথ্যপ্রযুক্তি খাত দখল করবে। দেশের প্রতিটি সেবা শতভাগ ডিজিটালাইজেশন করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশে প্রথমবারের মতো এবারই আয়োজিত হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’।
জয় বলেন, যুক্তরাষ্ট্রে গর্ব করে বিদেশিদের বলি, ১১ বছর আগে আমরা ডিজিটাল বাংলাদেশের অভিযান শুরু করি। এই যে আমার জাতীয় পরিচয় পত্র, যা যুক্তরাষ্ট্রের যে কোনও পরিচয় পত্রের চেয়ে উন্নত।
[caption id="attachment_195819" align="aligncenter" width="687"]
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক মন্ত্রণালয়ের সচিব নূর উর রহমান, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন।
তিন দিনের এই মেলায় ইন্টারনেট সেবাদাতাসহ (আইএসপি) ৮২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এতে থাকছে ২৫টি স্টল, ২৯টি মিনি প্যাভিলিয়ন ও ২৮টি প্যাভিলিয়ন।
তিদিন সকাল ১০টা ও দুপুর ১টায় মেলার উদ্দেশ্যে রাজধানীর উত্তরা, মালিবাগ, মতিঝিল, আজিমপুর ও মিরপুর থেকে বাস ছেড়ে যাবে। রাত ৮টায় মেলা শেষে দর্শনার্থীদের নিয়ে ফিরতি রুটে চলাচল করবে।