×

রাজধানী

বিদ্যুৎপৃষ্ঠে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৭:২৯ পিএম

বিদ্যুৎপৃষ্ঠে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

ফাইল ছবি

বিদ্যুৎপৃষ্ঠে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

ছবি: ভোরের কাগজ

   

রাজধানীর ডেমরায় আম গাছে বিদ্যুৎ এর তার মুড়িয়ে রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আরিয়ান (৭ ) ও রায়হান (২) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশু দুইটিকে আম গাছের বেষ্টনীর বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ডেমরার বামৈল ব্যাংক কলোনীর মৃত ইসমাইল মুহুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আরিয়ান ও রায়হান সিলেটের বিশ্বনাথ থানার দ্বন্দনানিক গ্রামের ভ্যানচালক মারফত আলীর ছেলে। নিহত শিশুদ্বয়ের মাতা এনী বেগম পার্শ্ববর্তী একটি তার কাটার কারখানায় কাজ করেন।

প্রত্যক্ষদর্শীদের সালমা বেগম বলেন, এই বাড়িতে মঙ্লবারো দুটি কুকুর বিদ্যুৎপৃষ্ঠে মারা গেছে, কেউ যাতে এখানে না ডুকতে পারে তার জন্য বিদ্যুৎ এর তার দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে গাছটিতে এবং সম্পূর্ণ খালি জায়গার দুই পাশ দিয়ে। বাড়িওয়ালাকে বলার পরেও কোনো কর্ণপাত করে নি।

সরেজমিনে গিয়ে দেখা যায় ক্ষোভে উত্তাল উত্তেজিত জনতা, বাড়ির চারপাশে ইট পাটকেল মেরে দরজা -জানলা ভাঙচুর করছে। পরে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পুলিশ পাহারায় অভিযুক্তদের বাসা হতে বের করা হয়।

এলাকাবাসী জানায়, অভিযুক্ত পরিবারের সদস্যরা এলাকায় দাম্ভিকতা ও প্রভাব দেখাতো। গত কয়েকদিন আগেও কুকুর মারা গেলে অভিযোগ দিলে মৃত ইসমাইল মুহুরীর দুই ছেলে দিপু ও টিপু হুমকিস্বরুপ বলে মরলে মরুক এখানে যাবে কেনো। তারই রেশ ধরে এলাকাবাসী দুই শিশু নিহতের ঘটনায় ক্ষোভে বাড়িঘর ভাঙচুর ও পরিবারের সদস্যদের উপর ইট পাটকেল ছুড়ে মারে।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মতিন সাউদ বলেন, একটি পরিবারের খামখেয়ালীপনায় দুইটি অবুঝ শিশুর মৃত্যু হলো। তারা এ হত্যার দ্বায় এড়াতে পারে না। এরকম একটি ন্যাক্কারজনক ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান (পিপিএম) বলেন, গাছে বিদুৎ দিয়ে দুটি শিশু হত্যা অত্যন্ত অমানবিক কাজ। এ বিষয়ে মৃতের অভিযোগের ভিত্তিতে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App