কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০৭:৫১ পিএম

ছবি: সংগৃহীত
রবিবার (৯ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আল আমীন উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পটোয়াপাড়া গ্রামের জিলাম উদ্দিনের ছেলে। সান্দিকোনা বাজারে তার একটি মুদি দোকান রয়েছে বলে জানা গেছে।
হাসপাতাল, পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আত্মীয় রোগীকে দেখে নিজ বাড়ি পটোয়াপাড়ায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে মাসকা এলাকায় অপর একটি বাইসাইকেলকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে অবস্থার আরও অবনতি হলে আল আমীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।