রাজধানীতে ভাসমান জনগোষ্ঠীকে টিকা দেয়া শুরু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৩ এএম

রবিবার রাতে কমলাপুর রেলস্টেশনে থাকা ভাসমান মানুষদের টিকা দেয়া হয়। ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার ভাসমান জনগোষ্ঠীকে করোনার টিকা দেয়া শুরু করেছে সরকার।
রবিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কমলাপুর রেলস্টেশনে থাকা ভাসমান মানুষদের টিকা দেয়ার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম কর্মসূচির উদ্বোধন করেন। কোভিড-১৯ টিকাদান ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাসমান জনগোষ্ঠীকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হচ্ছে। সারাদেশের সব ভাসমান জনগোষ্ঠীকে ধীরে ধীরে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে বলে তিনি জানান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ব্র্যাক এ কর্মসূচির সমন্বয় করে।