শিয়ালের কামড়ে জাবির শিক্ষার্থীসহ আহত ২

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ এএম

শিয়ালটি র্যাবিশ আক্রান্ত। ছবি : সংগৃহীত
শিয়ালের কামড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার দুটি পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
আহত ফরহাদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। অন্যজন মো. হান্নান বিশ্ববিদ্যালয়ের একটি চায়ের দোকানদার। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক অমিতাব দাস।
আরো পড়ুন : ঢাবিতে থার্টি ফার্স্ট নাইটে প্রবেশে ‘কড়াকড়ি’
আহত দুজন জানান, বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় ওয়াটার রিসার্চ সেন্টারের পাশের জঙ্গলে প্রস্রাব করতে যান ফরহাদুজ্জামান। এ সময় জঙ্গল থেকে হঠাৎ একটি শিয়াল এসে তার পায়ে কামড় দেয়। তিনি শিয়ালটিকে লাথি দিলে এটি পালিয়ে যায়। প্রায় একই ঘটনা ঘটে দোকানদার মো. হান্নানের সঙ্গে। বটতলায় দোকানের পেছনে প্রস্রাব করতে গেলে হঠাৎ একটি শিয়াল এসে তার পায়ে কামড় দেয়।
এ বিষয়ে চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক অমিতাব দাস বলেন, ওই দুজনের পায়ে শিয়াল কামড় দিয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ধারণা করছি, শিয়ালটি র্যাবিশ আক্রান্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১টি ভ্যাক্সিন দিতে হবে এবং ২৮ দিনের মধ্যে মোট ৫টি ভ্যাক্সিন দেয়া প্রয়োজন।