জবিতে যশোর জেলা ছাত্রকল্যাণের নতুন সভাপতি মনির, সম্পাদক হাবিব!

জবি প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০২:১৬ পিএম

ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামানকে সভাপতি এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হাবিব আদনানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) পরিষদের উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির ঘোষণা করা হয়।
কমিটির সহ-সভাপতি পদে এস কে শাহরিয়ার, সাদিদ হাসান প্রাঙ্গন, সাকিব মোহাম্মদ ফাত্তাহ, ফারজানা শীলা, ডিপজয় মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, এবং মেশকাত শরীফ মনোনীত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইব্রাহীম খলিল, আবরার হোসেন ফাহাদ, পারভেজ রানা প্রান্ত, জাহিদ হাসান পিয়াস, ইমরান হোসেন এবং আল আমিন হোসেন।
সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার ইমন, মো. আবু জাহিদ, আকাশ হোসেন, উৎস মন্ডল, এবং মাহবুবুর রহমান অভি মনোনীত হয়েছেন। অর্থ সম্পাদক হিসেবে আব্দুর রহমান এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌফিক হোসেন ও আজিজুল হাকিম।
দপ্তর সম্পাদক পদে মুশফিকুর রহমান এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন আরিফুজ্জামান টিংকু। প্রচার সম্পাদক হিসেবে শামীম হোসেন বাবু, সহ-প্রচার সম্পাদক হিসেবে মো. বাপ্পি হোসেন, তারেক রহমান এবং শাহিনুর মনোনীত হয়েছেন।
আরো পড়ুন: এবারের পূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণ
উল্লেখ্য, যশোর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের সহায়তা ও কল্যাণে এ কমিটি এক বছরের জন্য গঠন করা হয়েছে। নতুন কমিটি আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনা নিয়েছে।