বর্ণাঢ্য আয়োজনে ঢাবির কুইজ সোসাইটির ‘শ্রাবণ বিপ্লব কুইজ’ অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ পিএম

ছবি : ভোরের কাগজ
জুলাই গণ-অভ্যুত্থানের হাজারো শহীদ এবং অগণিত মানুষের আত্মত্যাগকে স্মরণ রাখতে অর্ধ-দিনব্যাপী বর্ণাঢ্য নানা কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির 'শ্রাবণ বিপ্লব কুইজ' অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় অর্ধ-সহস্রাধিক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি ওয়াসি আহমেদ ও সাধারণ সম্পাদক মোহতাসিন বিল্লাহ ইমনের তত্ত্বাবধানে ‘শ্রাবণ বিপ্লব কুইজ’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুব কায়সার এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ফারজানা বাশার, জুলাই জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিনিধিত্বকারী সাইয়েদ আব্দুল্লাহ এবং তাহমিদ আল মুদাচ্ছির চৌধুরী।
কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা এবং ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক প্রশ্নোত্তর পর্ব। এতে শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে ভবিষৎ বাংলাদেশকে নিয়ে সবাইকে আশাবাদী করে তোলেন। এছাড়াও আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান কেন্দ্রিক একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
আরো পড়ুন : বর্ণাঢ্য আয়োজনে ঢাবি সাংবাদিক সমিতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এরপরে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির দুজন কুইজ মাস্টার, সাদমান মুজতবা রাফিদ এবং শাকিব মাহামুদ দীপ্তের পরিচালনায় প্রতিযোগিতার মূল আকর্ষণ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ শেষে সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করা হয় যেখানে আগত শিক্ষার্থীরা স্ব-রচিত কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সাবেক প্রতিনিধি শহীদ ফারহান ফাইয়াজ, যিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হন ঘাতকের গুলিতে। শহীদ ফারহান ফাইয়াজের বন্ধু তার স্মৃতিচারণ করে সবাইকে জুলাই গণ-অভ্যুত্থানের ত্যাগকে স্মরণ করিয়ে দেন।
শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী যথাক্রমে হিমেল হাসান আকাশ, মোহাম্মদ আসিম হোসেন এবং আসিফ আহমেদ সার্টিফিকেটসহ নগদ অর্থ পুরস্কার পান। এছাড়া ৪র্থ থেকে ১৪তম স্থান অধিকারীদেরকে সার্টিফিকেট ও পরিবেশবান্ধব উপহার গাছ উপহার দেয়া হয় কুইজ সোসাইটির পক্ষ থেকে। পরিবেশ রক্ষায় সচেতন কুইজ সোসাইটি উপস্থিত অতিথিবৃন্দদেরকেও একটি করে গাছ উপহার প্রদান করে।
উল্লেখ্য, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। উক্ত সংগঠন কুইজের দ্বারা জ্ঞানচর্চাকে উদ্বুদ্ধ করবার কার্যক্রম পরিচালনা করে থাকে।