জবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

জবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'রেজিস্ট্রার' পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা, এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এছাড়া দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক কার্যভাতা ও পদের অন্যান্য সুবিধা ভোগ করবেন। এর আগে ১৪ আগস্ট ডেপুটি রেজিস্টার জাহিদ আলমকে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রেজিস্ট্রারের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছিল।