ঢাবির প্রক্টরিয়াল বডির পদত্যাগ

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৮:৩০ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানসহ প্রক্টরিয়াল বডির ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ব্যক্তিগত কারণ দেখিয়ে বিকেলে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি এবং সহকারী প্রক্টর ১৩ জন পদত্যাগপত্র জমা দিয়েছি। বাকি একজন সহকারী প্রক্টর সীমা ইসলাম ছুটিতে দেশের বাইরে থাকায় তিনি দিতে পারেননি।
আরো পড়ুন: ইবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ
এ বিষয়ে রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে অফিস বন্ধ থাকায় পদত্যাগপত্র আমার কাছে পোঁছায়নি। উপাচার্য অফিস গ্রহণ করতে পারেন।
প্রফেসর ড. মাকসুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর। তিনি গত ৫ এপ্রিল ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়।