জবির সমন্বয়ক নূর নবী জামিনে মুক্ত

জবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১০:০৩ পিএম

ছবি: ভোরের কাগজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখার সমন্বয়ক মো. নূর নবী মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্ত করা হয়।
এর আগে এদিন বেলা ১২টার দিকে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নূর নবীর আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম।
গত ১৯ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে মিছিলের অনুমতি চাইতে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন আন্দোলনকারী শিক্ষার্থী মো. নূর নবীসহ কয়েকজন। এ সময় পুলিশ তাকে বাধা দেয়। একপর্যায়ে বেলা ১২ টা ১১ মিনিটের দিকে ক্যাম্পাসের সামনে থেকে নূরনবীকে তুলে নেয় পুলিশ। ওই সময়ের ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে আছে এবং গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে পৌঁছেছে। তাতে দেখা যায়, নিরস্ত্র অবস্থায় বেলা ১২টা ১১ মিনিটের দিকে ডান হাতে ব্যান্ডেজ লাগানো নূর নবীকে তুলে নিচ্ছে পুলিশ। তুলে নেয়ার সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: লুটপাট-অগ্নিসংযোগের দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা
এদিকে তাকে গ্রেপ্তারের পর কয়েকটি জাতীয় দৈনিকে পরদিন সংবাদও প্রচারিত হয়। জানা যায়, নূরনবী কোটা আন্দোলনে অংশ নিয়ে দুর্বৃত্তদের হামলায় ডান হাতে আঘাতপ্রাপ্ত হন এবং তার হাত ভেঙে যায়। গ্রেপ্তারের সময়ও তার হাতে ব্যান্ডেজ লাগানো ছিল।
১৯ জুলাই কোতয়ালি থানা এলাকা (বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) থেকে তুলে নেয়া হলেও তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয় এবং শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় নূর নবীর বিরুদ্ধে বিস্ফোরণ উপাদানাবলি আইনের ৪ (খ), ৫ ও ৬ ধারায় এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।