বিয়ে-চাকরি হারালেন সাইফকাণ্ডে আটক হওয়া যুবক

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:১২ এএম

প্রাথমিকভাবে চারজনকে আটক করেছিল মুম্বাই পুলিশ। ছবি : সংগৃহীত
বলিউড তারকা সাইফ আলি খানের ওপরে হামলার অভিযোগে সন্দেহভাজন হিসেবে প্রথমে আটক হন আকাশ কৈলাশ কানোজিয়া নামের এক যুবক। তবে তখনই তাকে ছেড়ে দেয়া হয়।
কিন্তু এর মধ্যে সংবাদমাধ্যমে তার আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই একে একে দুঃসংবাদ পেতে থাকেন ওই যুবক। ঘটনার জের ধরে চাকরি হারিয়েছেন, বিয়েও ভেঙে গেছে বলে হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
আকাশ কৈলাশ বলেন, আটকের পর যখন পুলিশ ছেড়ে দেয় তখন মা অবিলম্বে বাড়ি ফিরে যেতে বলেন। সংবাদমাধ্যমে আমার ছবি দেখানো হয়েছে। অফিসের বস কাজে যোগ না দেয়ার জন্য জানিয়ে আমাকে বলেন, আপনি আইনি ঝামেলায় জড়িয়েছেন, আপনার কারণে আমি সমস্যায় পড়তে চাই না। যদিও তিনি আমার কোনো ব্যাখ্যা শুনতে রাজি হননি।
বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, তারপর আমার দাদি আমাকে জানান, টিভিতে খবর দেখে হবু বউয়ের পরিবার বিয়ে ভেঙে দিতে চেয়েছে। যা আমার সঙ্গে ঘটেছে তাতে আমি অনিশ্চিত ভবিষ্যতে বিয়ে করতে পারব কি না।
আরো পড়ুন : সাইফের ১৫ হাজার কোটি রুপির সম্পদকে 'শত্রু সম্পত্তি' ঘোষণা করবে ভারত সরকার?
মুম্বাইয়ে পশ্চিম রেলওয়েতে কর্মরত একটি ট্যুর সংস্থায় গাড়িচালক হিসেবে কাজ করতেন কৈলাশ। গত ১৭ জানুয়ারি দাদির অসুস্থতার খবর পেয়ে মুম্বাই থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে উঠেছিলেন ছত্তিশগড়ের পৈত্রিকবাড়িতে যাওয়ার জন্য। এ যাত্রায় কৈলাশের হবু বউয়ের পরিবারের সঙ্গে দেখা করারও কথা ছিল। কিন্তু যাত্রা পথে আটক হন কৈলাশ।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি গভীর রাতে সাইফ আলি খানের বাড়ির ভেতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এতে গুরুতর আহত হন বলিউডের ‘নবাব’। ভোররাতে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চারজনকে আটক করেছিল মুম্বাই পুলিশ। সর্বশেষ শরিফুল ইসলাম শেহজাদ নামের বাংলাদেশি এক তরুণকে আটক করে পুলিশ।