×

বলিউড

সাইফ আলি খানের অস্ত্রোপচারে বের হলো ছুরির অংশ, আটক ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৩৫ পিএম

সাইফ আলি খানের অস্ত্রোপচারে বের হলো ছুরির অংশ, আটক ৩

তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। ছবি : সংগৃহীত

   

নিজ বাড়িতে অজ্ঞাত পরিচয় হামলাকারীর ছুরিকাঘাতে আহত বলিউড অভিনেতা সাইফ আলি খানের অস্ত্রোপচার শেষ হয়েছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।

হাসপাতাল সূত্রে খবর, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতোমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ও।

জানা গেছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ। লীলাবতী হাসপাতালের তরফে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা নীরাজ উত্তমানি জানান, সাইফ আলি খানের শরীরে ছয়টি ছুরিকাঘাত রয়েছে এবং এর মধ্যে দুটি বেশ গভীর। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার অস্ত্রোপচারে অংশ নিচ্ছেন।

অন্য দিকে, এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

আরো পড়ুন : পরিবারের অন্য সদস্যদের নিয়ে যা বললেন কারিনা কাপুর

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সাইফের বাড়িতে এই হামলা হয়।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দিক্সিত গেডাম মারাঠিকে জানিয়েছেন, মধ্য রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সাইফ আলি খানের বাসভবনে প্রবেশ করে এবং তার গৃহপরিচারিকার সঙ্গে তর্ক করতে থাকে। এ সময় অভিনেতা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ওই ব্যক্তি সাইফ আলি খানের ওপর অতর্কিত ছুরিকাঘাত করে।

সাইফ আলি খানের পরিবার এখনো এই ঘটনায় কোনো বিবৃতি দেয়নি। কিন্তু তার জনসংযোগ দল জানিয়েছে, এটি ‘সিঁধেল চুরির’ ঘটনা। তারা সাইফের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে সংবাদ মাধ্যম ও তার ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App