মোহিনীর জন্যই কি সায়রাকে ছাড়লেন রহমান? মুখ খুললেন আইনজীবী

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

ছবি : সংগৃহীত
উপমহাদেশের জনপ্রিয় সুরকার ও সংগীত তারকা এ আর রহমান সম্প্রতি নিজের স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন। এর কিছু সময় পরেই তার সহশিল্পী মোহিনী দে, যিনি রহমানের সঙ্গে একাধিক অনুষ্ঠানে পারফর্ম করেছেন, নিজের স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। তারপর থেকেই এক নতুন গুঞ্জন শুরু হয়।
নেটিজেনরা নানা ধরনের প্রশ্ন তুলতে শুরু করেন, দাবি করা হয় মোহিনীর সঙ্গে সম্পর্কের কারণেই রহমান তার বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, এ বিষয়ে মুখ খুলেছেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।
তিনি সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছেন, "এমন কোনো বিতর্কের কোনো ভিত্তি নেই। মোহিনীর সঙ্গে রহমান বা সায়রার বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই এসব নিয়ে অযথা বিতর্ক না করাই ভালো।"
আইনজীবী আরও বলেন, "প্রতিটি দীর্ঘ দাম্পত্য জীবনে ওঠা-পড়া থাকেই। তবে, আমি খুশি যে তারা খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এটা কোনো খারাপ দাম্পত্য জীবনের ফল নয়। সায়রা ও রহমান একে অপরকে সম্মান করেন।"
মোহিনী দে, যিনি কলকাতার মেয়ে, গত ২৯ বছর ধরে রহমানের সঙ্গে দেশে-বিদেশে প্রায় ৪০টি শোতে পারফর্ম করেছেন এবং ২০২৩ সালে নিজের অ্যালবামও প্রকাশ করেছেন। শোনা যায়, তিনি রহমানের পছন্দের শিল্পী।
বুধবার রহমান তার বিচ্ছেদের ঘোষণা করার পরেই মোহিনীও নিজের বিচ্ছেদ ঘোষণা করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “হৃদয়ে বেদনা নিয়ে জানাচ্ছি যে, মার্ক এবং আমি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। তবে, এই বিচ্ছেদ একেবারেই আমাদের দুজনের সিদ্ধান্ত। আমরা ভালো বন্ধু থাকব এবং একসঙ্গে অনেক প্রজেক্টে কাজ করব। আমাদের এই সিদ্ধান্তকে সবাই সম্মান জানাবে, এইটাই আমাদের অনুরোধ।"
রহমান এবং সায়রা বানুর ১৯৯৫ সালে বিয়ে হয়। দীর্ঘ ২৯ বছর একসঙ্গে সংসার করার পর, গত মাসে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের তিনটি সন্তান রয়েছে—খাতিজা, রহিমা এবং আমিন। খাতিজার বিয়ে হয়ে গেছে। তবে, সায়রা ও রহমানের বিচ্ছেদ নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
রহমান নিজের এবং সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে, “আমরা ৩০ বছরের দাম্পত্য জীবনে অনেক কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেটি আর সম্ভব হয়নি। সেই কারণেই আমাদের সংসার ভেঙেছে।”