বাবা-মায়ের বিচ্ছেদ, যা বলছেন এ আর রহমানের ছেলেমেয়ে

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম

ছবি : সংগৃহীত
অসংখ্য গানে সুর তুলেছেন সুর সম্রাট এ আর রহমান। এবার তার দাম্পত্য জীবনে ভাঙনের সুর। ২৯ বছরের সংসারের ইতি টেনে আলাদা হয়ে যাচ্ছেন রহমান ও তার স্ত্রী সায়রা বানু।
এরইমধ্যে রাষ্ট্র হয়েছে অস্কারজয়ী সুরকারের ঘর ভাঙার খবর। তিনিও মুখে কুলুপ এঁটে রাখেননি। সায়রা বানু সামাজিক মাধ্যমে বিচ্ছেদের খবর জানাতেই এ আর রহমান নিজের এক্স হ্যান্ডেলে বিচ্ছেদের সত্যতা স্বীকার করেন। এবার মুখ খুললেন রহমান-সায়রার তিন ছেলে-মেয়ে।
ছেলে আমিন সোশ্যাল মিডিয়ায় দেয়া স্টোরিতে একটি নোট লিখেছেন, ‘আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যে এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। আপনাদের বোঝার জন্য ধন্যবাদ।’
রহমানকন্যা খাতিজা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য শেয়ার করেছেন। সেখানে লেখা, ‘আমি খুব প্রশংসা করব যদি এই বিষয়টি অত্যন্ত গোপনীয়তা এবং সংবেদনশীলতার সঙ্গে দেখা হয়। আপনাদের বিবেচনার জন্য অনেক ধন্যবাদ।’
দুই ভাই-বোনের মতো মুখ খুলেছেন রহিমাও। বাবা আর রহমানের টুইটের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘আমাদের আপনাদের প্রার্থনায় রাখুন’।
আরো পড়ুন : ভেঙে গেলো এ আর রহমানের ২৯ বছরের সংসার
মঙ্গলবার সায়রা বানু নিজের আইনজীবী বন্দনা শাহর মাধ্যমে এক বিবৃতি দেন। তাতে বলা হয়, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। মানসিক চাপের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি গভীর ভালবাসা সত্ত্বেও, নিজেদের মধ্যে তৈরিকৃত ব্যবধান দূরত্ব ঘোচাতে পারছিলেন না তারা। সম্ভব নয় বলেও মনে করছেন।
আরো বলা হয়, সায়রা জোর দিয়ে বলেছেন, ব্যথা এবং যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই চ্যালেঞ্জিং সময়ে তিনি তার জীবনের এই কঠিন অধ্যায়টি পার করার সময় সবার কাছ থেকে গোপনীয়তা এবং তাদের ব্যাপারটি বোঝার অনুরোধ করেছেন।
এরপর রহমান এক্স হ্যান্ডেলে লেখেন, আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছানোর কথা ভেবেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অজানা সমাপ্তি আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমরা ছিন্নভিন্ন হয়েও অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলো আর আগের মতো হবে না। আমাদের বন্ধুদের বলি, যখন আমরা এই হৃদয়বিদারক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন বলে আপনাদের ধন্যবাদ।