×

বলিউড

পরবর্তী ক্যাটরিনা বানানোর আশ্বাসে নোরাকে বাজে প্রস্তাব!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ এএম

পরবর্তী ক্যাটরিনা বানানোর আশ্বাসে নোরাকে বাজে প্রস্তাব!

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি এবং ক্যাটরিনা কাইফ। ছবি : সংগৃহীত

   

বলিউডে নিজের অভিনয় এবং নৃত্য শৈলীর দিয়ে সকলকে মোহিত করে রেখেছেন নোরা ফাতেহি। তার গুণমুগ্ধ ভক্তের সংখ্যা লক্ষাধিক। তবে এই যাত্রা খুব একটা মসৃণ ছিল না অভিনেত্রীর। বলিউডের পদার্পণ করার আগে ঠিক কী কী হয়েছিল তার সঙ্গে, সম্প্রতি সেই কথাই সকলের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি।

অভিনেত্রীর তখন বয়স ২২ বছর। কানাডা থেকে পা রাখেন ভারতে। বলিউডে নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন নিয়ে তিনি কাজ খোঁজা শুরু করেছিলেন। কিন্তু বাস্তব চিত্রটা যে একেবারে অন্যরকম তা বুঝতে অনেকটাই সময় লেগে যায় তার। কাউকে না জেনে প্রায়শই ভুল মানুষকে বিশ্বাস করে ফেলতেন তিনি।

নোরার কথায়, তখন কাজ দেয়ার বিনিময়ে অনেকেই সঙ্গ আশা করতো। কোনোকিছুই বিনামূল্যে হয় না, তা বুঝতে অভিনেত্রীর অনেকটা সময় লেগে যায়। এর মধ্যে অনেকে নোরাকে সাহায্য করতে এসেছে, তাদেরকে অনুসরণও করতেন তিনি।

আরো পড়ুন : ‘ভাগম ভাগ টু’-এ গোবিন্দর সঙ্গে অক্ষয়!

এর ফলে এক পর্যায়ে প্রত্যাখ্যান ও ভীতিকর পরিস্থিতির চাপে পড়েন নোরা। পাল্টাতে বাধ্য হন নিজের মানসিকতা। এক পর্যায়ে কেউ দেখা করতে চাইলে তার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠা, খুব সহজে মানুষকে বিশ্বাস করা, এই সব থেকে বিরত হতে শুরু করেন তিনি। একটা সময় এমনও আসে, যখন তিনি কানাডায় ফিরে যেতে রাজি হয়ে যান।

অনেক সময় অনেকে প্রশ্ন করতেন, 'পরবর্তী ক্যাটরিনা কাইফ হতে চান আপনি?' এইরকম স্বপ্ন দেখিয়ে বহুবার নোংরা প্রস্তাবও দেয়া হয়েছিল অভিনেত্রীকে। এইরকম ভয়াবহ ঘটনা এবং বারংবার প্রত্যাখ্যানের সম্মুখীন হয়ে একসময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নোরা। রীতিমতো থেরাপি করে নিজেকে সুস্থ করতে হয়েছিল। আজ পেছনের দিকে তাকিয়ে যখন এই সমস্ত ঘটনার কথা স্মরণ করেন অভিনেত্রী, তখন সবকিছুই যেন দুঃস্বপ্ন বলে মনে হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App