ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ এএম

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ছবি: সংগৃহীত
সদ্য সংসারে এসেছে নতুন সদস্য। তাই জীবনে বড় পরিবর্তন আনতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ঠিকানা বদল করছেন তারকা দম্পতি। মুম্বাইয়ের বান্দ্রায় একটি বহুতলে নতুন ফ্ল্যাট কিনেছেন দীপিকা ও রণবীর। ৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। তার ঠিক ক’দিন পরেই অর্থাৎ ১২ সেপ্টেম্বর এই নতুন বাড়ির রেজিস্ট্রেশন করেছেন এই তারকা দম্পতি।
জানা গিয়েছে, রণবীরের মা অঞ্জু ভবনানির বাড়ির পাশেই এই নতুন ফ্ল্যাট কিনেছেন তারা। সাগর রেশম আবাসনের ১৫ তলায় এই ফ্ল্যাট কিনেছেন তারা। মুম্বাই শহরে এই বহুতল খুবই বিলাসবহুল বলে পরিচিত। এই বহুতল থেকে সমুদ্র দেখা যায় বলেও জানা গিয়েছে। তাই দামও আকাশছোঁয়া। ১৭.৮ কোটি টাকা দিয়ে এই নতুন ফ্ল্যাট কিনেছেন দীপিকা-রণবীর।
আরো পড়ুন: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা
এই ফ্ল্যাটের আয়তন ১৮৪৫ বর্গফুট। এই এলাকায় প্রতি বর্গফুটের দাম ৯৬ হাজার ৪০০ টাকা। কয়েক বছর আগে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে আরো একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা-রণবীর। সমুদ্রমুখী ১১ হাজার ২৬৬ বর্গফুটের এই বাড়ি ছিল শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর কাছে। এছাড়াও ১৩০০ বর্গফুটের একটি অতিরিক্ত জায়গাও রয়েছে সেই বাড়ির সঙ্গে। চারটি তলা নিয়ে এই বাড়ি। ১০০ কোটি টাকা দিয়ে এই বাড়ি কিনেছিলেন তারকা জুটি।
২০২১ সালে আলিবাগেও একটি বাড়ি কেনেন তারা। এই বাড়ির দাম ২২ কোটি টাকা। ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, সেপ্টেম্বর মাসে তাদের সংসারে আসছে নতুন সদস্য। গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান তারা। তার পরের দিনই হাসপাতালে ভর্তি হন দীপিকা। ৮ সেপ্টেম্বর অভিনেত্রীর কোলে আসে প্রথম সন্তান। নতুন মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের তারকারা ও তাদের অনুরাগীরা।