গৌরনদীতে পৌর বিএনপির প্রস্তুতি সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

গৌরনদী পৌর বিএনপির বর্ধিত সভা। ছবি: ভোরের কাগজ
বরিশালের গৌরনদী পৌর বিএনপির বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা সদরের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আগামী ২৯ নভেম্বর গৌরনদী পৌর বিএনপির বর্ধিত সভা আয়োজনের প্রস্তুতি চলছে। গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ উপজেলা অডিটরিয়ামে ওই সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভাকে সর্বাঙ্গীন সফল করতে এদিন (রবিবার) সকাল ১০টায় এ প্রস্তুতি সভাটির আয়োজন করা হয়।
গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সদস্য সচিব মো. ফরিদ মিয়া, বিএনপি নেতা খোন্দকার মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. সাইফুল ইসলাম শামীম, জাকির হোসেন রাজা, এম এ মিলন, মো. এস এম জাকির হোসেন, মো. মিজানুর রহমান আকবর, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, পৌর যুবদল নেতা মো. নাসির সরদার।
এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ন নেতারা ২৯ নভেম্বরের ওই বর্ধিত সভাকে সফল করতে তাদের গুরুত্বপূর্ন পরামর্শ, মতামত ও প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন।
আরো পড়ুন: মির্জা ফখরুলের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ