জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজতজয়ন্তী শুক্রবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৮:১৩ পিএম

ছবি: সংগৃহীত
শুক্রবার (১৮ অক্টোবর) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা রজতজয়ন্তী উদযাপন করবে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। ১৯৯৯ সালের ১৮ অক্টোবর অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করা এই ফাউন্ডেশনটি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এটি ১৮৬০ সালের সোসাইটি অ্যাক্ট দ্বারা নিবন্ধিত একটি অরাজনৈতিক, বেসরকারি ও সেবামূলক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি 'একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা' স্লোগান নিয়ে গরীব এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। গরীবদের মধ্যে মানবিক সেবা প্রদান, বিনামূল্যে চিকিৎসা, ঘর নির্মাণ, গবাদি পশু ও সেলাই মেশিন বিতরণ, শিক্ষা বৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগের সময়ে ত্রাণ কার্যক্রমসহ নানা মানবিক কাজে ফাউন্ডেশনটি নিজেকে নিয়োজিত করেছে।
শুক্রবার দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ফাউন্ডেশন। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে শুরু হবে উদযাপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই দিনে বিশেষ ক্রোড়পত্র ও বই প্রকাশিত হবে।
জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমান, তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই বিশ্বাস করেন যে, দেশের দারিদ্র্য দূর না হলে মানুষের মুক্তি নেই। তারই লক্ষ্যে গরীব ও দুঃস্থদের স্বাবলম্বী করতে বিভিন্ন কর্মসূচি চালানো হচ্ছে। সম্প্রতি বন্যা, করোনা মহামারীসহ বিভিন্ন সংকটকালে মানবসেবায় সক্রিয় ভূমিকা পালন করেছে ফাউন্ডেশনটি।
এখন পর্যন্ত জেডআরএফ শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের এক ছাতার নিচে এনে বৃহৎ মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে দেশের অসংখ্য মানুষ উপকৃত হয়েছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, দেশ ও জনগণের প্রয়োজনে জেডআরএফ সবসময় পাশে ছিল এবং সামনে আরো বৃহৎ কার্যক্রম হাতে নেয়া হবে।
আরো পড়ুন: ৩০ লাখ টাকা করে পাবে ছাত্র আন্দোলনে শহীদদের পরিবার
জেডআরএফের এই সফলতার গল্প শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সুফল ভোগ করছেন বিদেশেও অসংখ্য মানুষ।