ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গদলের সমাবেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম

ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গদলের সমাবেশ। ছবি: সংগৃহীত
‘ঐক্যবদ্ধ জাতিই রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি দিতে পারে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্যের আলোকে জনগণকে উদ্বুদ্ধ করতে সমাবেশ করেছে ধামরাই উপজেলা রোয়াইল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাএদল ও স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ধামরাইয়ের বিভিন্ন স্থানে সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
সমাবেশে তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। তারেক রহমানের এই ঐক্যের বার্তা জনগণের মধ্যে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন রোয়াইল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক ওয়াসিম মোল্লা। বক্তব্য দেন- ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খলিলুর রহমান, যুব দলের সাবেক সহ সভপতি ইবাদুল হক জাহিদ। সমাবেশ পরিচালনা করেন ঢাকা জেলা যুব দলের সাবেক সম্পাদক মুরাদ বিশ্বাস।
আরো পড়ুন: আওয়ামী লীগ আমলের নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য মির্জা ফখরুলের