সব নেতারা মুক্তি পেলেও বাবর কেনো এখনো মুক্তি পাচ্ছেন না?

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পিএম
বিএনপির নামকরা সব নেতারাই মামলা থেকে খালাস ও মুক্তি পেলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুতফজ্জামান বাবরের মুক্তি কবে হচ্ছে তা নিয়ে নেটিজেনদের মনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। গত ২ সেপ্টেম্বর হাবিবের মুক্তির পর আবার চাউর হয়েছে লুতফজ্জামানের মুক্তির বিষয়টি।
এদিকে নেত্রকোণা-৪ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে প্রতিনিয়ত মানববন্ধন চলছে নেত্রকোণায়। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাতেও তার মুক্তির দাবিতে মানববন্ধন করছেন বিভিন্ন নেতা ও জনতারা। গতকাল ৬ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঘণ্টাব্যাপি চলা এ মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় নেতা আযমান উল্লাহ, শফিকুল ইসলাম, জিলাল মিয়া, জাহাঙ্গীর হোসেন ও মনির হোসেনসহ আরও অনেকে।তারা বক্তব্যে বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদ শেখ হাসিনার সরকারের মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা।
এদিকে হাসিনার দেশত্যাগের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বাবরকে নিয়ে আলোচনার ঝড় উঠে। মূলত সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাওয়ায় নেটিজেনরা রীতিমত বাবরকে হিরো বানিয়ে দিয়েছেন। যেই সেভেন সিস্টারসে বিদ্রোহের জন্য ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত বাবর এখনো জেল খাটছেন। কিন্তু কবে মুক্তি পাচ্ছেন বাবর এই মামলা থেকে এ নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর এই ১০ ট্রাক বিষয়ে জানিয়েছিলেন, চট্টগ্রামে আটককৃত ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে। আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, ৩০ এপ্রিলের মধ্যে তারা যেহেতু এ সরকারের পতন ঘটাবে বলেছে তাতে এ বিষয়টি উড়িয়ে দেয়া যায় না।
বিএনপি এ বাঘা নেতা সেই মামলা থেকে খালাস পাবেন ও কবে তিনি মুক্তি পাচ্ছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখিয়ে আছেন নেটিজেনরা। নেটিজেনরা বলছেন বাবরের মুক্তির দিন দেশের জন্য একটি ঐতিহাসিক দিন হবে।