বুধবার বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৯:৩২ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর নয়াপল্টনে আগামীকাল (বুধবার ৭ আগস্ট) দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরো পড়ুন: তারেক রহমানের সাবেক পিএস অপু জামিনে মুক্ত
এছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এতে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যোগদানের জন্য অনুরোধ করা হলো।
বিএনপি নেতারা বলেন, গত ১৭ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করছে তারা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে চূড়ান্ত বিজয় অর্জিত হবে। তবে অন্তবর্তীকালীন সরকারে যারাই আসুক তাদের নিয়ে কোনো নেতিবাচক বক্তব্য দেবে না বিএনপি।