×

বরিশাল

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বরিশাল বিভাগ সমিতির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বরিশাল বিভাগ সমিতির

ছবি: সংগৃহীত

   

দুস্থ ৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বরিশাল বিভাগ সমিতি। শুক্রবার (১০ জানুয়ারি) মতিঝিল, কমলাপুর, টিকাটুলি, গোপীবাগ এলাকায় শীতার্তদের এ কম্বল দেয়া হয়।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এডভোকেট এনামুল ইসলাম রুবেল। 

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা এ বি এম সুলতান আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, মকবুল আহমেদ, ইসা শরীফ সবুজ, রেবেকা সুলতানা, মো. আসাদুজ্জামান, সৈয়দ আসাদুল ইসলাম, মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ। 

বক্তারা দুস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য সম্পদশালীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, অনেকে বিভিন্ন সময়ে সমিতির কার্যক্রমে আর্থিক সহায়তা করে সমিতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কম্বল বিতরণে ও কেনার জন্য সাধ্যমতো টাকা অনুদান দিয়েছেন। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমি। 

সভার প্রধান অতিথি বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, বরিশাল বিভাগ সমিতি প্রতিবছর দুস্থ ও শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে। এটা অব্যাহত রাখতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বরিশাল বিভাগের প্রতিষ্ঠিত ব্যক্তিরা নিজের জন্মস্থান প্রত্যন্ত স্ব স্ব এলাকার তৃনমুল পর্যায়ের খেটে খাওয়া মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে এ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App